‘আগে বাংলাদেশি’ (বাংলাদেশ ফার্স্ট) একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার মূলমন্ত্র: “আগে বাংলাদেশি, তারপর সবকিছু।”

কেন এই দল

বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে একটি চরম আদর্শিক শূন্যতা ও ভ্রান্ত মধ্যপন্থা বিদ্যমান। ‘আগে বাংলাদেশি’ সেই শূন্যতা পূরণ করে ব্যক্তিস্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা ও মানবিক উন্নয়ন-ভিত্তিক এক নতুন প্রজন্মের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়।

দলের মূলনীতি

  • জাতিগত পরিচয়ের আগে রাষ্ট্রীয় পরিচয়
  • ধর্ম নয়, গোত্র নয়, রাজনৈতিক মত নয়—সবচেয়ে আগে আপনি বাংলাদেশি।
  • ব্যক্তিনির্ভর রাজনীতি, যৌথজনগোষ্ঠীর নামে শোষণ না
  • জনগণ নয়, ব্যক্তির অধিকারই প্রধান। তাই গণতন্ত্রের মানে যে একটু অন্যরকম, তার কণ্ঠ চাপা নয়।
  • পপুলিজম নয়, সংস্কার ও নৈতিক নেতৃত্ব গঠন
  • জনপ্রিয়তা দেখে নয়, সঠিক জিনিসকে জনপ্রিয় করে তোলা হবে লক্ষ্য।
  • ট্রাইবালিজম ধ্বংস করে ব্যক্তি-সত্তার উদযাপন
  • “হিন্দু-মুসলিম” নয়, আপনার ব্যক্তিত্বই মুখ্য।
  • টপ-ডাউন নয়, বটম-আপ নেতৃত্ব, নিচের স্তর থেকে উঠে আসা নেতৃত্বেই তৈরি হবে ভবিষ্যতের প্রধানমন্ত্রী।

 

🔵 প্রতীক: বাঘ (স্বাধীনতা, শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক)

🔵 মিশন ২০৪৫: সংসদে অন্তত বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থান নিশ্চিত করা। প্রগতিশীল ও মৌলবাদমুক্ত রাজনীতির ভিত্তি গড়ে তোলা।

 

কী নয় এই দল:

‘জনগণের পার্টি’ নয়, কারণ গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠতা নয়, সংখ্যালঘুর অধিকার রক্ষা।

‘ধর্মীয় মূল্যবোধ’-এর নামে ভণ্ডামি নয়, বরং মুক্তচিন্তার পক্ষে।

 

 

“আগে বাংলাদেশি” এমন এক দল যারা ব্যক্তিস্বাধীনতা, প্রগতিশীলতা ও যুক্তিবাদকে রাজনৈতিক আদর্শ হিসেবে নিয়ে এসেছে। এখানে নেতৃত্ব জন্মাবে নিচ থেকে, আদর্শ আসবে অভিজ্ঞতা থেকে, আর রাজনীতি হবে রাষ্ট্রের নয়, মানুষের জন্য।

#

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Page Views
3717

JOIN US!

Join Us!