“By the people” আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে তাঁর ঐতিহাসিক Gettysburg Address-এ গণতন্ত্রের এক সংজ্ঞাই যেন দিয়ে দিলেন। “আগে বাংলাদেশ” ব্যক্তির কথা বলে। গোত্রের নয়। এজন্য এই প্রশ্নটা আসা স্বাভাবিক, “তবে কি এটা বাই দ্য পিপল নয়?”

এটিও “by the people” বটে।

তবে ‘পিপল’ বলতে এখানে বোঝানো হচ্ছে না কোনও গোষ্ঠীভিত্তিক, ট্রাইবাল বা সাম্প্রদায়িক জনগণ।
এখানে ‘পিপল’ মানে ব্যক্তি। Individual human citizen.

আমরা মনে করি, বাংলাদেশে যত রাজনৈতিক চিন্তা হয়েছে, তার ৯০% হয়েছে গোষ্ঠীভিত্তিক (যেমন মুসলমান জনগণ, শ্রমিক জনগণ, হিন্দু জনগণ, গ্রামবাসী জনগণ), ফলে ব্যক্তি স্বতন্ত্রতা হারিয়ে গেছে।

‘আগে বাংলাদেশি’ চায়, রাজনীতি হোক বটম-আপ, কিন্তু ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে নাগরিক মাত্রায়।
এমন নয় যে আপনি হিন্দু বলে প্রতিনিধি হবেন, বা আপনি নারীবাদী বলে কোটায় যাবেন, এমনও নয় যে এই পার্টির কোন গোত্রের প্রতি আনুগত্য দেখাবার দায় আছে, যেমন সংখ্যাগরিষ্ঠ মুসলমান বা বাঙালি। দায় কেবল ব্যক্তির প্রতি।

আগে ব্যক্তি,
তারপর পরিবার,
তারপর এলাকা,
তারপর গ্রাম,
তারপর দেশ।

এই দল “জনগণের রাজনীতি” করবে, কিন্তু পপুলিস্ট তোষণমূলক জনগণের নয় —
ইথিক্যাল, ন্যাশনাল ইন্টেরেস্ট ভিত্তিক ব্যক্তিকেন্দ্রিক জনগণের।

“…that government of the people, by the people, for the people, shall not perish from the earth.” – Abraham Lincoln

আগে বাংলাদেশ : মূলনীতি ও সংক্ষিপ্ত পরিচিতি

‘আগে বাংলাদেশি’ একটি চরম জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যার মূলনীতি হলো ব্যক্তি পরিচয়ের আগে গোত্র নয়, সবার আগে বাংলাদেশি পরিচয়।

ধর্ম, পরিবার বা গোষ্ঠী নয়, এই দল ব্যক্তির স্বাধীনতা, সমতা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়।

গঠনতন্ত্র অনুসারে, এই দল বটম-আপ কাঠামোয় চলে। সাধারণ সদস্যরা স্থানীয় প্রতিনিধি নির্বাচন করবেন, যারা পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগীয় নেতৃত্ব গড়ে তুলবে, এবং শেষ পর্যন্ত ছয়জন কেন্দ্রীয় মন্ত্রী দলীয় সভাপতি নির্বাচন করবেন। দলের থিম হলো: “আগে ব্যক্তি, তারপর পরিবার, তারপর গ্রাম, তারপর দেশ”— অর্থাৎ রাজনীতি হবে ব্যক্তিকে কেন্দ্র করে, জনতুষ্টির জন্য নয়, বরং দেশের নৈতিক ও বাস্তব প্রয়োজনকে সামনে রেখে।

#

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Page Views
3717

JOIN US!

Join Us!